কবিতা - শঙ্কর বন্দ্যোপাধ্যায়






আগে তুই টিকিট নিবি,
কোথায় যাবি, কোন সুদূরে ?
ডেকেছে বন্ধু বুঝি
সাঁঝের বেলায় বাঁশির সুরে ?

টিকিটের পয়সা লাগে
কড়ি গণ্ডা আনা টাকা
আছে কি তোর অভাগী
রাহা-খরচ, পরীর পাখা !

টিকিটে ছাপ দিয়ে দেয়
টিকিটবাবু, হিসেব করা
সীমানা ডিঙিয়ে যাওয়া
বন্ধ এবার, বন্ধ ওড়া ।

যাত্রার হিসেব মত
মেপে মেপে পদক্ষেপণ
টিকিটের দাম ফুরোলেই
সাধের শরীর অবচেতন ।

আগে তুই টিকিট কেটে
করলিটা কি বল তো মেয়ে,
সে ঘাটে ঠেকতে হবেই
যে ঘাটে হাল ছাড়বে নেয়ে ।

তবু তুই টিকিট নিলি
আগেভাগে ছুট্টে এসে
মাঝি তোর সঙ্গে থাকুক
সারাজীবন ভালবেসে ।

No comments:

Post a Comment