কবিতা - ঝানকু সেনগুপ্ত





















যতবার আমি গোলাপ ফুলের ছবি আঁকতে যাই
আমায় কেউ জেলখানার ভিতর নিয়ে যায়
আমি চিৎকার করে বলি
আরে আমি তো একটা ফুল আঁকতে চেয়েছিলাম
ওরা কিছু হাসি ছুঁড়ে দেয়
আর আমার হোয়াটস অ্যাপ নম্বরটা নিয়ে
অনবরত খেলা করতে করতে বলে
দেখ, দেখ, কত মজা!
ভোগ কর, একটাই তো জীবন, হে হে!

তারপর একদিন আমি                                     
আমার সেই প্রিয় বইটা নিয়ে পড়তে চাইলাম
ওরা একটা বন্দুক ধরিয়ে দিয়ে বলল
নাও, তাক কর ওই বইটার দিকে!
আরে আমি তো শুধু বইটাই পড়তে চেয়েছিলাম
ওরা আবারও আমার দিকে হাসি ছুঁড়ে দিয়ে বলে
ওসব স্বপ্ন দেখা ছাড়!
কথা শোন। জীবন তো একটাই !

এবার আমি আমার দেশের ছবি আঁকতে শুরু করতেই
ওরা কেমন পিছু হটতে শুরু করল
আসলে আমার ছবিতে                                               
একটা মানুষের মিছিল ছিল!

No comments:

Post a Comment