সম্পাদকীয়




সে একটা সময় ছিল বটে! এক অদ্ভুত সুন্দর সুবাস চেতনা ছাপিয়ে ছড়িয়ে পড়তো আশপাশে। কেউ যেন আমাদের কানে কানে বলে যেতো দুর্গাপুজো এসেছে। বাতাসে তারই গন্ধ। উত্তেজনার পারদ তুঙ্গে উঠে যাওয়ার পর হাতে আসত প্রফেসর শঙ্কু, ফেলুদা কিংবা কাকাবাবুর সাম্প্রতিকতম কীর্তিকলাপের কাহিনী। প্রিয়জনের স্পর্শমাখা উপহার নিয়ে উৎসব উদযাপনের হিসেবনিকেশে মাতোয়ারা হয়ে উঠতাম আমরা। তখনও কোনও তকমা পাননি দুগ্গা ঠাকুর। তিনি ছিলেন আমজনতার। তখনও আমাদের বলে দেওয়া হয়নি কীভাবে কাটাতে হবে এ ক'টা দিন। কেউ ভাবেনি বোধনের আগেও প্রাক - বোধন হতে পারে। কেউ জানতো না কোনও দেশে, কোনও কালে সরকার সর্বজনীন কোনও উৎসব পরিচালনা করেছে বলে। জানলে হয়তো প্রায় আড়াইশো বছর আগে যে বারোটি যুবক এক হয়ে স্বতঃস্ফূর্তভাবে সূত্রপাত ঘটিয়েছিলেন প্রথম যে বারোয়ারি দুর্গাপুজোর, তার নামকরণই অন্যরকম কিছু হতো। হয়নি কারণ মগজ ধোলাই বলে কোনও শব্দকে আমরা তখনও আপন করে নিইনি এইভাবে। আমাদের তখন কোনও উৎসব অভিভাবকও ছিলেন না। পুজো তবুও তো পুজো। এই মাপের কোনও সামাজিক উৎসবের তুলনা মেলা ভার। এমন অনন্য সামাজিক মেলবন্ধনের মর্যাদা রক্ষার দায় আমাদের সকলের।


ভালো থাকুন। ভালো রাখুন


শারদ শুভেচ্ছা সকলকে

1 comment:

  1. ঋতবাকের সম্পাদকীয় সম্পদ বিশেষ। প্রতিবার অপেক্ষায় থাকি।

    ReplyDelete