তার জীবনে প্রেম ছিল না
যা ছিল তা প্রয়োজনই শুধু
ফলতঃ যা বানিয়েছিল তা নদী নয়
মরুভূমিই ধু ধু
ক্লান্ত জীবন যেদিকে চায় চোখ দেখে তার রাশি রাশি বালি
নেই ছায়া নেই কোনদিকেই
তেষ্টা ভীষণ
মরীচিকাই খালি
হাত পাতে সে যার কাছেতেই
সেই তো ফেরায় বেবাক খালিহাতে
প্রয়োজনের আয়োজনে দিন কেটেছে তারও
জীবনেতে
কষ্ট কত গোপন রাখে
কাকে বলে কেই বা শুনতে চায়
আজকে সবাই ব্যস্ত ভীষণ
প্রয়োজনের অনিবার্যতায়
চোখ ভরে তার জল আসে তাই
বুকের ভেতর কেবল দীর্ঘশ্বাস
দিনের পরে দিন চলে যায়
সঙ্গী যে তার কেবল হা হুতাশ
ছোট্ট একটা কুকুরছানা
কোত্থেকে যে পেছনে একদিন
চোখ ফোটেনি কুঁই কুঁইটাও শোনাই যায়না
বড্ড বেশি ক্ষীণ
কি ভেবে সে কুড়িয়ে নিল
বাড়িও নিয়ে এলো বুকে করে
তুলোয় করে দুধ খাওয়ালো ভয়ে ভয়ে
যায় না যেন মরে
মায়ার বাঁধন কাকে বলে ধীরে ধীরে বুঝলো সে এইবার
ভুলু এবং সে
দুজনের ছোট্ট সে সংসার
বয়স গেছে শরীর গেছে
বুক ভরা তার রয়েই গেছে স্নেহ
চোখের নজর কম হয়েছে অশক্ত এই দেহ
বুকের কাছে ভুলু ঘুমোয়
মরুভূমি এ তল্লাটে নেই
ভুলু নামে একটা নদী তার বুকেতে এখন তো থইথই ।
No comments:
Post a Comment