সম্পাদকীয়




একেকটা ক্ষণ আসে, যাকে নিয়ন্ত্রক মুহূর্ত বলা হয় বা defining moment.। এর ব্যাখ্যা ব্যক্তিগত পরিসর থেকে ছড়িয়ে যেতে পারে বহুদূর। আবার অনেক ক্ষেত্রে বৃহত্তর ক্ষেত্রে যা নিয়ন্ত্রক, আপন গণ্ডির মধ্যে তাকে অপ্রাসঙ্গিক মনে হতে পারে। এবছর আমাদের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। সরকারিভাবে যাকে 'অমৃত মহোৎসব' বলা হচ্ছে। অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতাই কাম্য ছিল কি আমাদের সকলের? দেশবাসীকে কোন অমৃতভান্ড উপহার দিয়েছিল সে স্বাধীনতা? এই ৭৫ বছর ধরে পর্যায়ক্রমে প্রাত্যহিক জীবন ধারণ সাধারণ মানুষকে যে তুমুল চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, সেই পরিস্থিতিতে এই উদযাপন কি বীভৎস মজা নয়? 

৭৫ বছর আগের প্রথম স্বাধীনতা দিবসে আমরা দুর্নীতির বিরুদ্ধে চরম শাস্তি ঘোষণায় প্রতিশ্রুত হয়েছিলাম। আর আজ? ন'হাজার কোটি টাকা প্রতারণার সাজা হয় অকিঞ্চিৎকর অর্থমূল্যে! একে হাস্যকরও বলা যায় না। এটি খবর হিসেবে ততটা গুরুত্ব পায় না, যতটা পায় দেশের সর্বোচ্চ আদালতের কোনও এক রাজনৈতিক দলের মুখপাত্রের দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক মন্তব্যের জেরে তৈরি হওয়া পরিস্থিতিকে সামাল দিতে না পেরে তার রক্ষাকবচ হয়ে দাঁড়ানো। এইভাবেই কি জরুরি বিষয়গুলি থেকে আমাদের মনোযোগের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়ে আসেনি ৭৫ বছর ধরে?

এরই মধ্যে পেরিয়ে গেল অনেকগুলো বছর। আজ প্রকাশিত হলো ঋতবাক অষ্টম বর্ষ দ্বাদশতম সংখ্যা। বিরতিহীন আট বছর একসঙ্গে পথচলা। আপনাদের শুভেচ্ছা হোক আমাদের পাথেয়।

সচেতন থাকুন, সৃজনে থাকুন

শুভেচ্ছা অফুরান

No comments:

Post a Comment