কবিতা - ঝানকু সেনগুপ্ত



















এ বড় বিষণ্ণ কাল মেঘ জমে আছে বাতাসে
বৃষ্টি নেই
ম্যাকাও পাখিটা উড়ে এসে বসেছিল অশ্বত্থ ডালে
জল নেই বলে পড়ে আছে মাটিতে

বুড়ো লোকটা হাপাচ্ছে একটু বাতাস দিও
আর যদি পার এক মুঠো প্রেম দিও
সকালের রোদ্দুর
মেঘ বালিকা গান

এখনও সময় আছে
শিউলি ফুল কুড়িয়ে নিতে হবে সকলের জন্য

No comments:

Post a Comment