পাগলের মত ভালোবাসতে পারি না
মাথার মধ্যে অনেক অঙ্ক ঘোরে
আমি আমাজন থেকে অর্ডার করে দি দামী নোটপ্যাড
তারা সব হাজির হয় ঘরকুনো ঘরেই
মানুষকে তেমন করে গা ঘেঁসাঘেঁসি করে চিনতে চাই না আর
মাঝে মাঝে মুখার্জী বাবুর লাল গাড়িটার দিকে তাকিয়ে লোভ দি
কেমন ফুর ফুরে হাওয়া খাওয়া যেত
সত্যি কত কিছু করা হল না আমার
বিয়ের বাড়িতে গা ভর্তি গয়না পরা হল না
ঈদের দিনে জমিয়ে সিমাই রান্না , সেও হলো না
কেমন করে একটা দিনের কোলে আর একটা দিন এসে জড় হচ্ছে জড়ের মত
আর আমিও ঢুকে যাচ্ছি নিজের কোণে
যুদ্ধ টুদ্ধ রেপকেস তছরূপ নিত্তনৈমিত্তিক
হরর ফ্লিমের বদলি এন্টারটেনমেন্ট
আরো বেশি এন্টারটেনমেন্ট চাই?
কাগজ কলমে সাদা লাইন
ষোলকলার যদি কিছু থাকে বাকি, মোমবাতি মিছিলে
সবই অলটারনেটিভ এন্টারটেনমেন্ট
আজকাল আর পাগলের মত ভালোবাসাবাসি নেই
আদর্শে ও নয়, মানুষে মানুষে ও নয়
শুধু সাদা লাইনগুলো ঢুকে যাচ্ছে অগণিত কবিতার বইয়ের ভিতর
No comments:
Post a Comment