কৃষ্ণবেণী, অনভ্যাসের শাড়ী
কলেজ যাওয়ার বড্ড তাড়াতাড়ি
একপেশে প্রেম, দুষ্টু দামাল হাওয়া
আমি তখন গোল্লাছুটের দলে
আড্ডা দেওয়া শীতের বিকেল হলে
দৃষ্টিপথে তোমার আসা যাওয়া
টিউশানি রোজ ৷ সকাল বেলা হতে
বিটোফেন হার্টবিটেতে ওঠে ৷
গরাদ ধরে জানলার একপাশ
চোখে চোখে তখন দেখাশোনা
শ্বেতকরবী মেলছিলো তার ডানা ৷
সর্বনাশের মাসটা চৈত্রমাস
বৃষ্টিভেজা কদম গাছের ধারে
ক্যানভাসে এক ছবির মত করে
দূরের স্টেশন দিচ্ছিলো যে ডাক
ধূমকেতুরই মত হঠাৎ শেষ
স্বপ্নভঙ্গ ধরেছিলো তার রেশ ৷
সুখের স্মৃতি , ওটাই আমার থাক
চিলেকোঠার ঘরে আমার বাস
মেঘ ছুঁয়ে যায় ইট খসা আকাশ ৷
মায়াকাঁচে জীবন ধূসর হয়
অনেক বছর পরে হঠাৎ দেখা
সুখের পরশ, রসকলিতে আঁকা ৷
জানি আমার জীবন স্মৃতিময়
এমন করেই স্মৃতির আসা যাওয়া
জানলা দিয়ে মনখারাপী হাওয়া ৷
তারা খসা, কালো আকাশ দেখি
মেঘ জমেছে পশ্চিমে এক কোণে
বাতাস যেন বললো কানে কানে
অচিনপুরে যাওয়া বারণ নাকি ?
No comments:
Post a Comment