প্রিয় সম্মিলন
অষ্টাদশী চাঁদ আকাশে
দিন হল নীরব বিগত
দূর হতে শোনা যায় ঝিঁঝির ডাক
গাছের ছায়ারা দীর্ঘতর হতে থাকে
উঁচু পাহাড়ের মাথা ছাড়িয়ে মেঘের দল
দিগন্তে ক্রমশঃ বিস্তৃত হয়
প্রেয়সীর উতলা মন প্রিয় সম্মিলনে উন্মুখ
খরস্রোতা নদীতে শব্দের কুলুকুলু ধ্বনি
জ্যোৎস্না মেখে চাঁদ ও তারাদের কথকতা
প্রিয় মানুষটির পদধ্বনি দূর থেকে ভেসে আসে ।
No comments:
Post a Comment