সম্পাদকীয়


একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইতিহাসের কথা বলার প্রয়োজন নেই। মাতামাতি অনেক হবে, জানি। আজ কিছু অন্য কথা হোক। অবশ্যই আমাদের মাতৃভাষা - বাংলা-কে নিয়েই...

প্রতিবার যখনই কিছু লিখি, শেষকালে লিখি - সচেতন থাকুন, সৃজনে থাকুন। এই শব্দবন্ধগুলি যখন আওড়াই, মনে মনে মাতৃভাষার কথাই ভাবি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। অর্থাৎ কিনা, সৃজনশীলতায় যেন সচেতনতার অভাব না থাকে, সেই কামনাই করি। এমনিতেই বাংলা ভাষার মতো এত প্রাঞ্জল এবং সুমধুর একটি ভাষা প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে বিজাতীয় অজস্র শব্দের আত্মীকরণে, যা কিনা প্রমাণ করে ভাষাটির বহমানতাকেই। আশ্চর্যজনকভাবে, বহুজনকথিত এই ভাষাটির নিজস্ব পূর্ণাঙ্গ ব্যকরণ তৈরি হয়ে ওঠেনি, অধিকাংশ ক্ষেত্রেই এখনও সংস্কৃত ব্যকরণের উপরেই তার নির্ভরশীলতা। এহেন পরিস্থিতিতে এ ভাষার ব্যবহার ও বিস্তারে বিশেষ সচেতনতার প্রয়োজন আছেই, একথা অনস্বীকার্য। নয়তো নবীনা ভাষা-সুন্দরী নির্দয় প্রয়োগকারীর যথেচ্ছ ব্যবহারে ম্রিয়মাণ হয়ে পড়তে পারেন! অতএব, সুধী, সময় থাকতে সজাগ হোন!

আজ থেকে ঠিক এক সপ্তাহ পরেই শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলা। যদিও ইন্টারন্যাশানাল ক্যালেন্ডার মেনে এবারের বইমেলার আয়োজন করা যায়নি, তবুও উৎসাহ উদ্দীপনায় টানটান পুস্তকপ্রেমী মানুষজন এখন আর দিন নয়, ক্ষণ গুণছেন! চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত সকলেই। ঋতবাকের প্রস্তুতিও প্রায় শেষের পর্যায়েই। দেখা হবে মেলার মাঠে, স্টল নম্বর ৩৭৭এ।

মাতৃভাষার সচেতন চর্চায় ডুবে থাকুন

শুভেচ্ছা নিরন্তর...

No comments:

Post a Comment