কবিতা - শিমন রহমান




ফিরে আয়
শিমন রহমান

কোথায় তোরা হৃদয় চোরা
কোথায় তোদের বাস,
আয় রে ফিরে গাঁয়ের নীড়ে
স্বপ্ন করি চাষ।

নানান ফলের মিষ্টি জলের
কাটে না যে রেশ,
ছোট্ট বেলা ক্রিকেট খেলা
মনে পরে বেশ।

আকুল করা মনটা আমার
তোদের পেতে চায়,
কোথায় তোরা হৃদয় চোরা
আয় রে ফিরে আয়।

No comments:

Post a Comment