সম্পাদকীয়



আরও একবার সূর্যকে প্রদক্ষিণ করা হয়ে গেল প্রবীনা ধরিত্রির। আরও একটি বছর কালের অতলে তলিয়ে যাওয়া এখন শুধু আর কয়েকটি দিনের অপেক্ষা মাত্র। ঘটনাবহুল একটি বছর! আসলে প্রতিটি বছরই ঘটনার ঘাত প্রতিঘাত, একেকটি মাস, দিন, ক্ষণ নিয়েই তৈরি। চক্রাবর্তহারে দিনাতিপাত। কখনও পথ মসৃণ, তো কখনও কিছুটা উপলবন্ধুর।

এদিকে গত মাসে ঘোষিত হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২২ এর দিনপঞ্জি। প্রকাশকরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী একরাশ আশায় ভর করে প্রস্তুতি নিচ্ছেন ওই পক্ষকালটির জন্য। অনিশ্চয়তার মেঘ যেন তবুও কাটতেই চাইছে না কিছুতেই। এইসময় মুদ্রণজগতে যে ব্যস্ততা প্রত্যাশিত, তা কিন্তু এখনও অনুপস্থিত। তবু তো মানুষ স্বপ্ন দেখে। তবু তো ছুঁতে চায় আকাশ!

প্রতি বৎসরান্তের মতোই প্রত্যাশা করি, নতুন বছর নতুন কিছু নিয়ে আসুক; নতুন কোনও উপলক্ষ্য, নতুন উদযাপন, নতুন পরিণতি, নতুন ফলাফল...

আনন্দে থাকুন সকলে। সুস্থ থাকুন। সৃজনে থাকুন।

শুভেচ্ছা অফুরান

No comments:

Post a Comment