যজ্ঞ থেকে উদ্ভূতা,
যাজ্ঞসেনী নাম—
শৈশব নেই, কৈশোর নেই,
পুরুষ চোখে দেখলে
শুধুই তুমি কাম।
করলে যাকে বরণ তুমি
আপন ভালোবাসায়,
প্রেমিক সেই পুরুষ
ভরিয়ে দিলো জীবন তোমার
শত যন্ত্রণারই কাঁটায়।
শরীর ভাগ হয়ে গেলো
পঞ্চ স্বামীর মাঝে—
ভালোবাসার কী ভাগ হয় গো?
মাতৃ আদেশ এমন কোথাও
কী আছে!
জীবনভর সাথ দিলো
সখা কৃষ্ণ বাসুদেব।
পঞ্চ স্বামী?
নিরুত্তরে দেখলো শুধু—
নারীত্বের লাঞ্ছনা, আর
ক্ষমতা মদেমত্ত অভব্য কৌরবদের।
শত পুরুষ মাঝে সেই যে শুরু
নারী অবমাননার জ্বালা—
যুগযুগান্ত গেলো কেটে,
আজও চলছে—
কৌরবদের ভরা সভায় দ্রৌপদীদের বস্ত্রহরণ পালা।।
No comments:
Post a Comment