কবিতা - সৌহার্দ সিরাজ




হেমলক নিও না বন্ধু
তুমিও অমর হয়ে যাবে!

অমরত্বে পার্থিব কোনো মুনাফা নেই
বানিজ্যে বসতি নেই
ধূসর পথ নিও না স্বজন

বরং আমায় দাও
ঘুমের মধ্যে হামাগুড়ি দিয়ে যারা হাঁটে
সুরের ডানার গন্ধে তন্দ্রাহত সুখে
পাতাবাহারের হাতে তুলে দেয় সুরম্য কারসাজি
ওদের মুখে ঢেলে দেবো আমি এই অদম্য সোমরস

দেরি হয় হোক। স্মরণীয় দুর্গন্ধে থমকে দাঁড়াক সত্য।

যারা মানুষের পোশাক পরিয়ে শহরে ছেড়েছে শত শিয়ালের সারি
ম্লান মানুষের মুখের কথা ভেবে আমি ওদের অমরত্বের দেশে রপ্তানি চাই

হেমলকের বাটিটা আমায় দাও

1 comment:

  1. অনুসর্গ - বাংলা ভাষায় আবহমান বাঙলা ও বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনলাইন সাহিত্য পত্রিকা। যা মানুষের মননে-মগজে স্বাধীন চেতনার স্বাদ পৌঁছে দিয়ে পারস্পরিক আত্মিক সম্পর্ককে ঋদ্ধ করে চলে...

    অনুসর্গ'র ওয়েবপেইজটি ভিজিট করুন https://anusargo.com

    শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পূর্ণাঙ্গ অনলাইন মাধ্যম।

    ReplyDelete