কবিতা - রুমঝুম ভট্টাচার্য







ভালো থাকো আলো হয়ে থাকো
এই শুকনো বিস্বাদ সময়ে
সকলের ভালো লাগা হয়ে
যদি থেকে যাও জেনো
বেঁচেবর্তে যাবে কিছু বোধ,
নিরন্ন মানুষের হাত ধরে
দাঁড়িয়েছে যে মানুষ
তাকে আলাদা করে
কবি হতে হয় না।
প্রতিটি ভাতের গ্রাসে
লেখা থেকে যায়
তার নাম, ওমর খৈয়াম
সুর দিয়ে তাকে ঢাকো,
ভালো থাকো আলো হয়ে থাকো।

No comments:

Post a Comment