ইংরেজিতে একটা প্রবাদ আছে - lull before the storm, অর্থাৎ ঝড়ের আগের থমথমে পরিবেশ। কিন্তু এই যাকে ঝড় বলছি, তা কি ঝড় না অন্য কিছু? আপাতভাবে অতিমারির তাণ্ডব এখন অনেকটাই স্তিমিত; কিন্তু এরই মধ্যে বিশেষজ্ঞরা শুনিয়ে রেখেছেন তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা, যা নাকি অনিবার্য।
বাণিজ্যমহল দেখছেন সিঁদুরে মেঘের সংকেত। গতবারের লকডাউনের পরও কয়েক মাসের মধ্যে ঘুরে দাঁড়ানোর একটা আভাস ছিল, এবার পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত।
এদিকে খবরে প্রকাশ, এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। সাবধানতা অবলম্বনের জন্যই নাকি এই সিদ্ধান্ত। আর যে কারণে এই ব্যবস্থা তথা অবস্থা, তা আমরা সকলেই জানি। পর্যাপ্ত টিকাদান সুনিশ্চিত করা যাচ্ছে না!
ওদিকে ইউরোপের একাধিক দেশে আশ্চর্য এক অবিশ্রান্ত বর্ষণ আর জলপ্লাবনে শতাধিক মানুষের প্রাণহানীর মর্মান্তিক খবর বাতাসকে ভারি করে তুলেছে আরও...
আচ্ছা, আমরা কোনও জ্বলন্ত আগ্নেয়গিরির কাছাকাছি বসে নেই তো?
এরই মধ্যে সম্প্রতি হারালাম সাংবাদিক রাজীব ঘোষ ও চলচ্চিত্রকার গৌতম বেনেগালকে। এ ক্ষতি অপূরণীয়। তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা...
সতর্ক থাকুন, সুস্থ থাকুন
শুভেচ্ছা নিরন্তর
No comments:
Post a Comment