সম্পাদকীয়




































এমন দিনে তারে বলা যায়/ এমন ঘনঘোর বরিষায়...

সত্যি বর্ষা এলো এবার যথাসময়ে আমাদের রাজ্যে। কিন্তু এলো যখন, লকডাউনের কবলে আমরা। যদিও কিছুটা শিথিল তার নিয়ন্ত্রণ। এ ছাড়া উপায়ও তো কিছু ছিল না। একমাস এই সংযম পালনের পর সংক্রমণের হার অনেকটাই নিম্নমুখী। কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মান, ব্যবসার গতিপ্রকৃতি? তার রেখাচিত্র? তাও কি অধোমুখী নয়? জনগণের স্বাস্থ্য আর উপার্জন এই দুটি বিষয়কে একই সঙ্গে সুনিশ্চিত রাখাই সরকারের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এই সময়ের মধ্যেই আমরা হারিয়েছি প্রিয় চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত এবং ভারতের একজন সর্বকালীন সেরা ক্রীড়াবিদ মিলখা সিং-কে। 

তাঁদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রইলো।

সুস্থ থাকুন। সচেতন থাকুন। শুভেচ্ছা নিরন্তর। 

No comments:

Post a Comment