কিছু না বলা মানে, সাজিয়ে নিয়েছো
নিজের ইচ্ছেমালা,
কিছু না বলা কথার অর্থ করেছো
তোমার সাথে চলা।
না বলা কথা আর অবাক হাসি
কিছুই কি তোমায় বলে না?
আগুন দৃষ্টি যদি রাগের কথা বলে
স্থির দৃষ্টি জেনো আয়না।
বারবার তোমায় বলতে চাই
প্রশ্নের উত্তর খুঁজে নাও,
তোমার প্রতিবিম্ব উত্তর দেবে
যদি তুমি উত্তর চাও।
নীরব ভাষায় সরব বিবেক
হাজার বাতির আলো,
যদি দেখার ইচ্ছে থাকে
কোনটা খারাপ - ভালো।
স্তব্ধ পৃথিবী মানে আগাম ঘোষণা
নিশ্চই দুর্যোগ আসছে !
নীরব ভাষা মানে প্রশ্রয় দেওয়া নয়,
বিবেক পরীক্ষা করছে!
No comments:
Post a Comment