কবিতা - পার্থ সরকার













প্রত্যাশা অনামী নদীর কাছে
থেকেই থাক জীবনপ্রণালী ঘাসের ভিতর

দুর্ভেদ্য নৈঃশব্দ
পোষ মেনেছে নদীতটে হৃদয়
সহৃদয় মুদ্রাস্ফীতির কাছে
অতএব, বসুন্ধরা জানে
এবার অবস্থা
নুন আনতে পান্তা ফুরায়

শেষ বৈদগ্ধ

ঘুরে দাঁড়ানোর জয়গানে
নিজস্ব নির্জনতা রাখে
অপচয়ে
সাধুর স্তব্ধতা ।

No comments:

Post a Comment