আমি কি কখনও বেদনার সঙ্কটে
তোমাকে চেয়েছি ততখানি অকপটে
সব আবরণ সরিয়ে, বাংলাভাষা
যেভাবে পদ্ম সূর্যের দিকে ফোটে
আমি কি কখনও জীবনের বাজি লড়ে
তোমাকে বাঁচাতে হয়েছি ডন কিহোটে?
কখনও বুঝেছি তোমারই জন্যে শুধু
বেঁচে আছি প্রাণে, আ মরি বাংলাভাষা
আমি কি কখনও জব্বার, বরকতের
যুদ্ধে লড়েছি, যুদ্ধে মরেছি — ক্ষতে
মুথাঘাসভরা সোঁদা বাংলাকে মেখে
আবার বেঁচেছি, ধানসিরিটির ঘাটে?
আমরা জীবনে অতদূর ভালোবাসা
কাউকে দিইনি, সন্ধ্যায় প্রত্যূষে
যে রক্ত ঢালে আকাশে তোমার ছেলে
রত্নগর্ভা, তোমার সেই একুশে
সত্যি আমরা লড়িনি। আমরা বরকত নই। তাই বুঝি এই দৈনিক হাহাকার।
ReplyDeleteএ কবিতা বাস্তবিক 'হৃদয়হরণী'।