কবিতা - কুমকুম বৈদ্য





পর পর বেশ কদিন তোমার স্ট্যাটাস ইনএকটিভ
কুশল সংবাদ, না এ.বি.পি আনন্দ দেখায় না সেসব
শীতের এক পশলা বৃষ্টির, মেঘের অপেক্ষা আমার চোখেও সংক্রামিত
রাতের মুশল ধারা হয়ত উপড়ে নিয়েছে তোমার পাড়ার ইলেকট্রিকের খুঁটি
লোড্‌শেডিং টানা তিন দিন, ফোনটাও বন্ধ হয়ে গেছে বোধহয়
অনলাইনে আসতে হলে তো লাগে না প্রসাধন
চোখের কাজল আর লিপস্টিক কিন্তু বেশ মানায় তোমায়
আর সরস্বতী পুজোর শাড়িতেও বেশ - স্ট্যাটাস আপডেট
এখুনি সন্ধ্যা নামবে কলকাতায়
ভাবছি আর এক কোনো মায়াবী সন্ধ্যায়
ফেসবুকের পাতা থেকে তুমি আমি দুজনই বেরিয়ে পড়ি
টিউশানির টাকা জমিয়ে কিনে দেব একটা মোবাইল পাওয়ার ব্যাঙ্ক

2 comments:

  1. বেশ অনলাইন কবিতা।
    অন্যরকম।
    বাহ্।

    ReplyDelete
  2. বেশ অনলাইন কাব্য। মুখব‌ই প্রথায় লাইক দিলে অন্যায় হবে। তাই ব‌ইমুখ প্রথাগতভাবেই কুর্ণিশ জানাই কবিকে।
    চমৎকার ছবি লিখেছেন।

    ReplyDelete