কবিতা - তথাগত বন্দ্যোপাধ্যায়





প্রবৃত্তি ও বৃত্তির অভিন্নতার সৌভাগ্য যখন আমার নেই,
সময় দেবোই কখন তোমায়, প্রেম?
বলিরেখাতেও মাতবে আমার বাল্যপ্রেম,- তেমন ঋদ্ধও যে নই।
কতনা বছর নিম্ন-মধ্যবিত্তের মাথা তুলে দাঁড়াতেই যায়,
বিষাদ উদযাপন করার সময়টুকুও নেই।
কাছে এসে দূরে দূরে যাওয়াই বোধহয় এখন- 
হৃদ্যতার পরিণতি, গতিধারা ও ধরণ।
প্রেম সত্যি হোক বা মিথ্যে-
আজীবন পাশে থাকার আশ্বাস দেয় দুয়েই, তবু-
আমিতো ফ্লেমিঙ্গো পাখি নই যে প্রাণঘাতী ক্ষারীয় ন্যাট্রন আলাদা করে বাঁচব,
ন্যাতানো মন শাহজাদা করে বাঁচব।
সংশয় হয়,- কতটুকু প্রেম, কতদূর প্রেম? কতবার প্রেম?
কান পাতি সময়ের ফিসফিসে-
পড়ে থাকে যতটুকু পথে সহমত, হাতে হাত ততদূরই।
যতবার বদলায় উপলব্ধি, ততবার প্রেম,
এক একটা মনোরাজ্য, এক একটা যুদ্ধ, এক একটা প্রেম।

No comments:

Post a Comment