কবিতা - ঝানকু সেনগুপ্ত








এই সব কিছুর 
দায় নিতে হবে 
আমাকে 

সমুদ্র উষ্ণতা আর গরল আর্সেনিক 
ভুলে যাওয়া ঢের ভাল, 
'ইয়ে ক্যা জ্বল রহা হ্যায় ' - 
এসব প্রশ্ন দূরে রেখে 
বরং কানামাছি খেলা যাক ! 

এই মনন বিপন্নতা মহামারীর মতন 
জানার ভান 
আর করোনা মুখোশ 

এই সব কিছুরই দায় নিতে হবে 
আমাকেও !

1 comment:

  1. সব কিছুর দায় নিজে নিয়ে পরোক্ষে আপনি সমগ্র মানবসমাজের করা ভুলগুলো সম্পর্কে সবাইকে সচেতন করেছেন। পরিমিত শব্দের মধ্যে বেশ ভালো লাগলো আপনার কবিতাটা|

    ReplyDelete