কবিতা - শীলা বিশ্বাস


হেঁশেল ও হাঁসুলী রেখে চলে যাব। আড়ালের ছায়া, সমীহ ও ঘৃণা, ফসলের কারুকাজ ফেলে অনঙ্গের হাসি দিয়ে উড়ে যাব। ম্যাজিক কিছু তো নয়। অভিমানের বাঁধ ও বাঁধন খুলে ভেসে যাব। খোলসে খোলসে এত জমানো বিষ। দৃষ্টির খনন ও ডুবকিতে মায়াতুর ভস্মখিলান। শাবকআশ্রয় ধুয়ে গেছে অসময়ের আদিম গন্ধে। ভুলে যাওয়া মুখে এঁকে দিই প্রাচীন সভ্যতা। মাঝ রাতে ট্রেনের ঘোষণা শুনে শীতবসন্তের ঝুলি কাঁধে বিনা টিকিটের যাত্রী হব। ক্ষিদের জন্যে ক্ষিদে সরিয়ে রেখে চলে যাব।

 

4 comments: