কবিতা - ছন্দা দাশ
বৃষ্টিতে আজ সারাদিন
পায়ের শব্দ। কিন্তু সে
কিছুতেই ঘরে আসবার নয়।
দ্বারের কাছে চিরদিন জীবনের
জলছবি আঁকে।
শব্দের ভিতরে শব্দ হানে।
ভিতর-বাহির একাকার করে
নামে শ্রাবণ।
আমি ভিজতে ভিজতে কখন
ডুবতে থাকি, ডুবতেই থাকি।
দুচোখে নামে শ্রাবণ।
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment