কবিতা - সুস্মিতা বসু



ভাবছি…
একদিন হেঁটে যাব
অনেক দূর
পাশাপাশি
শীতের আলোয়ানে
রাত পোহানো উষ্ণতা আর
ভোরের কুয়াশা ভেঙে
পেরবো অনেকটা পাহাড়ি পথ​
তোমার সাথে।
যাবে?
যেখানে গল্প করার শব্দ নেই
যেখানে অর্থবিহীন কোনো শর্ত নেই
থাকবে শুধু সাদাকালো মেঘ
ধরবো চুলের রঙীন কাঁটায়
আঁকবো ভবিষৎ
তোমার সাথে।

একি তোমার চোখে শিশির কেন?

তুমি কি ভাবছো আমায় নিয়ে?
নিঃসঙ্গ দুপুর রোদে
এক কোণায়
বারান্দাতে
বাস্প জমাট ঝাপসা কাঁচে
দেখছো আমায়?
কলম হাতে
তুমি কি লিখছো আবার?
তবে কি আজ বদ্ধ বিকেল
শব্দ মুখর করতে আবার​ পারবে তুমি?
আমার সাথে?
তোমার সাথে?

1 comment: