কবিতা - বিদিশা সরকার




আমার সারা শরীরে বিঁধে দিচ্ছে যারা তাদের শলাকা 
উদ্বাহু আমার ভাগ্যরেখা থেকে তূর্য আহ্নিক গতি 
অতিক্রম করছে পরিখার কালসর্প যোগ 
বিদ্ধ হতে হতে জেগে উঠছে প্রতিআক্রমনের হ্লাদিনী 
হা ঈশ্বর ! 

হে জাগ্রত দেবী 
নীল সরস্বতী 
আট বছর ধরে এক শরশয্যায় অভিনয় করেছি সঙ্গোপনের দমচাপা নাভিগন্ধের নকল আতর বেশাতি ও বিবিধ এঁটো কাঁটা
রেচনে মোচনে 

বিছানা বৈঠকখানা আপ্যায়ন যত্নআত্তি 
বসন আসন 
" দাদা এদিকে দেখবেন" 

আসলে এই ভব সংসার থেকে সম্পর্ক লুটেরা
আমোদে কামড় মারে পয়ারে মদিরা 
তারমধ্যে হংস মাঝে বকযথা তুমি 
আমার সৌভাগ্যে আঁকো বাঁকা সিঁথিপথ

গুলিয়ে ফেলাটা স্বাভাবিক 
অর্থনীতি প্রতিদিন হাত পাতে খুচরোয় সন্তুষ্ট 
বটুয়া ঝাঁকিয়ে প্রায় নিঃস্ব একা দাঁড়িয়ে রয়েছি একা 
সেতুর ওপারে 

একা নয় মাথাপিছু বরাদ্দ একই
সবুরে মেওয়ার লোভে মাথা বেচে দেরি করে
পৌঁছায় এখানে 

এখানে আতরগন্ধ 
সৎকার সমিতি 
রাত্রি জেগে শুয়ে পড়ে রাতের কিনারে 
ওপারে দোকান খুলি খুব ভোর থেকে

No comments:

Post a Comment