কবিতা - পার্থ সরকার

  

বেহালা বাজাতেই পারে
তবে নীরো নয়

এখনো রোম
এখনো নীরো
তবে এখন বেহালা বাজাতেই পারে
দমকল
আগুন
পাকস্থলী নিষ্পাপ
একটা ধোঁওয়া
একটা ছাই সরিয়ে

প্রধান কেন্দ্রবিন্দু
প্রধান রোম
এখনো ধোঁওয়া কুণ্ডলী পাকানো
আর লড়াই শুরু... ...
সরায় দাহ্য
অদাহ্য
এক নিমেষে
আর বেহালা বাজাক
দমকল
আগুন
পাকস্থলী নিষ্পাপ ।

No comments:

Post a Comment