নিত্যদিন দহনেরই গল্প, দুর্নিবার-
পুড়ছে অরণ্য কোথাও, কোথাও বা সভ্যতা।
শব্দের ঘরে-বাইরে শবদেহের ঘ্রাণ,
ছড়িয়ে পড়ছে অবুঝ ফুল্কিরা-লবেজান।
অথচ, এই শীতল হৃদয়বৃত্তির সময়ে
আগুন ছুঁতে চাওয়া
প্রতিটি মানুষই যেন ডানাওয়ালা ইকারাস,
মোম গলে যায় বিন্দু বিন্দু, আর
হঠকারী মুদ্রাদোষে বেছে নেয় তারা
এক অবধারিত আত্মহত্যার পথ।
অহেতুক সহনশীল আকাশে যেমন
ঝলমলিয়ে ওঠে দৃপ্ত প্রতিবাদ,
অস্থির আগুনসমুদ্রে খুঁজে ফিরি তেমনই
এক নির্বিকার বুদ্ধের স্বাদ।
No comments:
Post a Comment