অন্তহীন রাতের আতিথ্যে বহু দম বন্ধ মুহূর্ত উড়িয়েছি
আলোকে ভালবাসার তাগিদে
কতবার অন্ধ করেছে আঁধারের কাঁটা
কত শত ধুলোঝড় আমাকে করতে চেয়েছে ভ্রষ্ট
অবশেষে অদূরে দেখলাম আলো
ক্লান্ত শরীর পেলো ভালবাসার হাতছানি
আলো উজ্জ্বল হলো
কিন্তু অন্ধকারের হাত ধরে যে আলো এলো
তা ঘোলাটে, ধূসর তার বরণ
কেমন অসংখ্য লাশের উপর আরামে শুয়ে পড়লো সে
সব কিছু ছেড়ে এসেছিলাম হারানো মুক্তির দেখা পাবার লোভে!
কিন্তু পায়ে বাঁধা তার, যা কিনা লাশগুলোর পায়েও বাঁধা
এতদিন অজস্র তারের জালি শুধু জড়িয়েছে গাছের ডালে
কিম্বা কোনো শেকড়ের কড়া বন্ধনে
টেনে হিঁচড়ে ছিড়েছি সব বাঁধন
শরীরের সব রক্ত নিঃশেষ
গোড়ালির উপরে হাড় বেরিয়েছে
এবার লাশগুলোর তারে জড়ালো
চকচকে তারের গোছা
কি অদ্ভুত তার পেঁচিয়ে
ধরার ধরণ
শক্তিহীন শরীর আছড়ে পড়লো মৃতের উপর
চোখ বুজে আসছে, ম্রিয়মাণ দৃষ্টি দেখলো
সূর্যের শরীরে তারের জাল
কেমন ধীরে ধীরে খেয়ে নিচ্ছে আলো
No comments:
Post a Comment