কবিতা - সৌমিত্র চক্রবর্তী



ও মানুষ!

এত ছুটছ কেন মানুষ?
অন্বেষণে?
খাদ্য? সঞ্চয়? নব নামকরণে?
ওদিকে সূর্য্য ডুবে যায়,
পাখিদের ডানায়
মাখামাখি আলোর ভবিষ্যৎ-
দেখবেনা মানুষ?
শুনবে না গহন গভীর?
আগেরজন
দেখেছিল শুনেছিল, তাই
হাতে আজও মহৌষধ
আরণ্যক উপনিষদ।

No comments:

Post a Comment