টানাপোড়েন
জলধি হালদার
আমার চরিত্রের দুই চোখে প্রচুর লবণ
মাথা ভর্তি ঝাল
কোনও কিছু আলুনি মনে হলে
ঝাল ও লবণ মিশিয়ে নিই
হয়তো
একারণে একবিন্দু মিথ্যে বলতে পারি না
দোষগুলো প্রকাশ্যে আমার সঙ্গে লেপটে থাকে
টানাপোড়েনে ছুটে ছুটে
দীর্ঘ তাঁত বোনে অভিজ্ঞ সুতোয়
মাঝে মাঝে বুকপকেট থেকে বেরিয়ে
দাঁত ক্যালায়, কখনও
গোছাতে পারিনি অঘোর প্রেম ও ঘোর ভবিষ্যৎ
No comments:
Post a Comment