ভালোবাসি
আঁচলের খুঁটে বেঁধে নিই নষ্টনীড়
আর মেঘ জমা বিকেলের আলোয় গিটারের তার;
সবুজ পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ি প্রান্তরে
হাঁটু মুড়ে বসি, যেখানে কাল এসে বসেছিল বিষণ্ণতা
তারপর মলাট অস্পষ্ট হয়ে গেলে তাকাই চোখ তুলে
মায়ারা শব্দ করে হেসে ওঠে।
ক্লান্ত হই
যত দৌড়াই ডুবতে থাকি আরও
ঢেউ গ্রাস করে আমায়, আদর করে,
নোনা চোখে জ্বালা ধরায় মুক্তিভ্রম,
নাভিমূলে শ্বেত পদ্মের ঘ্রাণ নিয়ে
জড়ো হয় দ্বীপান্তর,
আমার অন্ধ চোখে তুলসী চন্দন চাপা দিল মায়া।
নষ্ট হয়ে যাই
তবু চেতনা ফেরে না
গ্রহণে ঢাকা মরা চাঁদের মত জোনাকি খুঁজি,
শূন্যতা বিমূর্ত হয়ে ওঠে
আপ্রাণ হাতড়াই আমি গুহাচিত্রের লুপ্ত সংকেত
এভাবেই কি নষ্ট হয়েছে আদিম ? এভাবেই অপরাধী ?
জীবনের প্রচ্ছন্নতায় আমাকে জড়িয়ে নেয় মায়া।
তারপর
বুড়ো পেঁচা ঘুমিয়ে গেলে কালরাতে
এসে দাঁড়াই নকশী কাঁথার প্রান্তরে,
এসে দাঁড়াই নদীর কাছে, সব কোলাহল ছাড়িয়ে
ফিরে গেছে আজ সব আলো, অবয়বে ধূসর মলিনতা,
নষ্ট হৃদয়ে তবু পাহারা দেয় ভালোবাসা,
ধুলো করে নেবে আমায় মাটি ?
No comments:
Post a Comment