বইপোকার বইঘর - অনিন্দিতা মণ্ডল


এক ডজন সাম্য
সাম্য দত্ত

আলোচ্য বইটি এক নবীন লেখকের লেখা। সাহিত্যের কোনও প্রথাগত শিক্ষায় দীক্ষিত না হয়েও পাতায় পাতায় এক অদ্ভুত কল্পবিশ্ব গড়ে তুলেছেন তিনি। খুব আশ্চর্য হতে হয় এই ভেবে, যে লেখকের বিচরণ অতি অনায়াস এবং সাবলীলভাবে তিনি নানা কালস্তরকে ছুঁয়ে সৃষ্টি করে গেছেন একেকটি কাহিনীর। এ বইয়ের প্রথম সাতটি গল্পে পাঠক নারায়ণ গঙ্গোপাধ্যায় কিংবা সত্যজিৎ রায়ের কথনশৈলী ও কাহিনী বুননের আভাস পেতে পারেন। এটি বিশেষ আনন্দের। এখনও কোনও নবীন যে এমনভাবে পূর্বসূরিদের সৃষ্টিতে প্রভাবিত ও আপ্লুত তা আমাদের আশা দেয়।

লেখকের শেষ গল্পগুলিতে বিচরণ করেছেন কথামৃত প্রণেতা শ্রীম, অর্ধেন্দুশেখর মুস্তাফী, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ, সুকুমার রায়, সত্যজিত রায়, এবং মারাঠা রাজনীতির এক জটিল ও শোকাবহ অধ্যায়। এই সব গল্পগুলিতেই তিনি আধুনিক কালকে মিশিয়েছেন স্বচ্ছন্দে। কোনও কোনও গল্প পড়তে পড়তে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। কোনওটিতে চোখের জল ধরে রাখা দায় হয়। লেখকের সাহিত্যজীবন উজ্জ্বল।

No comments:

Post a Comment