বইপোকার বইঘর
অনিন্দিতা মণ্ডল
অষ্টাদশ শতাব্দীর শেষ বছরে জন্মে ঊনবিংশ শতকের অর্ধেকের আগেই মারা যান আলেক্সাণ্ডার পুশকিন। রাশিয়ায় তখন জারের শাসন। রাজতন্ত্রের মহিমায় তথাকথিত অভিজাত সমাজ এক অদ্ভুত সমাজে বিচরণ করে। সমাজের নীচু তলার মানুষদের সঙ্গে তাদের কোনোই যোগ নেই। সংযোগের অভাবে শ্রেণীগুলির মধ্যে কাল্পনিক ধারণা গড়ে উঠছে। কেউই কাউকে জানছে না। এরকম পরিবেশে পুশকিনের আবির্ভাব। মাত্র পনেরোতে কবিতা লিখে সুনাম কুড়িয়েছেন। কিন্তু তখনও মানুষ বোঝেনি তাঁর কলম ঠিক কতটা তীক্ষ্ণ। পুশকিন নব্য রাশিয়ার অগ্রণী লেখক বলে পরিচিত হবেন, তার প্রমাণ হিসেবে তাঁর প্রথম গদ্যের প্রকাশ হলো "ইভান পেট্রোভিচ বেল্কিনের বলা গল্প" নামের বইটিতে। মাত্র পাঁচটি গল্প। দ্য শট, ব্লিজার্ড, দ্য আন্ডারটেকার, দ্য পোস্টমাস্টার, লেডি ইনটু ল্যাসি।
গল্পগুলোর প্রেক্ষাপট যদিও প্রাচীন রাশিয়া কিন্তু ট্রিটমেন্ট এতই আধুনিক যে সময় সময় চমকে উঠি, হয়তো এ লেখক পুরোনো কালকে নিয়ে একটু ছেলেখেলা করছেন। কি অসম্ভব রসবোধ ! প্রতিটি গল্পে একটা অন্তর্লিন স্যাটায়ার পাঠকের ঠোঁটের কোণে হাসি এনে দেয়। আমরা বুঝতে পারি, সেই সময়ের রাশিয়ার অন্তঃসারশূন্য সমাজের ছবি বিপ্লবের বহু আগেই এঁকেছেন পুশকিন। আর তাই হয়তো জার প্রথম আলেক্সাণ্ডার তাঁকে নির্বাসন দিয়েছিলেন।
বইটি ব্যক্তিগত সংগ্রহে আছে। আমাজনে কিনতে পাওয়া যায়।
No comments:
Post a Comment