কবিতা - সোমনাথ মিত্র


কবিতা


আষাঢ় পারেনি দিতে

সোমনাথ মিত্র



আষাঢ় দগ্ধ হলে
হতাশ মাটির বুকে কান রেখে শুনি
নিস্ফলা কান্নার কত আয়োজন।
রসহীন ধরণীর দেহ চেটে খায় জংলা গাছের মূল,
আরো কিছু উদ্দাম ঘাস।
এদিকেতে আকাশের কালো মেঘে ছেয়ে থাকা
বিবিধ প্রকাশ।
আষাঢ় ফুরোতে চায়, পঞ্জিকা পাতা যেন ওল্টায় কেউ,
আষাঢ় ফুরোতে থাকে।
দক্ষিণের জানালার ফ্রেম জুড়ে ছবি হয়
বিস্তৃত দেয়া।
মাসাধিক প্রত্যাশা জমে জমে ক্ষয়ে যায়
এলো না সে প্রিয়া।

শ্রাবণ আসবে বলে
অভিযোগ জমে হয় পাহাড় প্রমাণ
জমে থাকে মননে, শরীর জুড়ে।
আষাঢ় পারেনি দিতে ছাতা মোড়া মানুষের সিক্ত শরীর,
ভেজা আহ্লাদ
শ্রাবণ ছলকে এসো, গর্জনে গর্জনে
হোক প্রতিবাদ।।

1 comment: