কবিতা - অভিরূপ বন্দ্যোপাধ্যায়
কবিতা
পাখিরা
অভিরূপ বন্দ্যোপাধ্যায়পাখিরা কাকতাড়ুয়াকে ভয় পায় নাভয় পায় মানুষেরপ্রতিহিংসাবিদ্বেষআর মৃত্যুচেতনাকে।জানে মানুষ শুধুই মারেনা..বাঁধেও…খাঁচাকে বলে ঘর!আকাশের বিশালতায় ওদের উদারতার ভানকোনও দিনই খুঁজে পায় না পাখিরা।বরং কাকতাড়ুয়া ভালো,দস্যু কিংবা দৈত্য নয়একটা কাল্পনিক কঙ্কাল।
No comments:
Post a Comment