কবিতা - সায়ন্তনী দত্ত


কবিতা


এই শহর তোমার আমার

সায়ন্তনী দত্ত



রুদ্র তুমি আসবে বলে আজ শহর জঞ্জালমুক্ত
বিছানায় জানলা দিয়ে রোদ্দুর চারফালি
রুদ্র তুমি আসবে বলে সাজানো গল্প আজ ছুটির কবিতা
তোমার জন্য সাজবে শহর পরবে বেনারসী
ছাড়বে আটপৌরে কাপড়
কিন্তু রুদ্র যাই পড়ুক আর যাই ছাড়ুক শহর
শাড়িতে তো আর ফুটপাত ঢাকে না
তাই তাকে কবিতায় তুলে আনলাম কিছুদিন
সে আমার বন্ধ খাতায় ফেলুক দীর্ঘশ্বাস
আমি কবিতায় ফুটপাতকে একটু দিই ভরণপোষণ আত্মবিশ্বাস
কতটুকুই বা ক্ষমতা আমার আমি তো শুধু সাদা কালো
তুমি তো রঙিন নিওন জ্বালো

No comments:

Post a Comment