কবিতা - রুমঝুম ভট্টাচার্য



কবিতা


অমলতাস ও আমি

রুমঝুম ভট্টাচার্য

প্রেম এখন, প্রেম তখন, নদী সেই
তোর চোখে লুটায়ে হৃদয় একলা ফিরি
বুকের ভিতর প্রবল ঝড়ে প্রভাতফেরি
আকাশ ভেঙে অঝোর বৃষ্টি নামল যেই।

বাইরে তখন প্রখর বিষের নিত্য বাস
রন্ধ্রে রন্ধ্রে ঘুনপোকাদের বাজছে গান
গভীর কোন গর্ত জুড়ে বাঁচিয়ে প্রাণ
যত্নে বাড়ে আমার প্রেমের অমলতাস।

যুদ্ধরত বেয়নেটের আগায় ফোটে
এক চিলতে ভালবাসায় লাল গোলাপ
বারংবার করব বলে এ মহাপাপ
নির্দ্বিধায় ঠোঁট রাখি তাই তোর ঠোঁটে।

অমলতাস ভালবাসা হইল লীন
লজ্জাহীনার সমর্পণে চুকিয়ে ঋণ।

No comments:

Post a Comment