কথারা হারিয়ে যায়
স্বপন নাগ
শেষ বিকেলের সূর্য গা ধুচ্ছে অজয়ের জলে
রাঙা আকাশকে মুখরিত করে উড়ে যাচ্ছে পাখির দল
তারা ফিরে যেতে চায় খড়কুটোর সংসারে...
জয়দেবের মেলায় তোমার সঙ্গে হঠাৎ-দেখা
ভিড় থেকে, ভিড়ের ধূলোর অস্পষ্টতা ভেঙে
কীভাবে যেন আমরা মুখোমুখি, হঠাৎ!
মাঝখানে অনেকগুলো দিন
তুমি বলে উঠলে, 'ইশ্, কতদিন পর.. '
অস্ফুটে আমিও!
আমাদের দেখা হল মুখোমুখি, আচম্বিতে
কথা হলো, যেরকম কথা হয় দু'জনের মধ্যে
কলেজ ক্যান্টিন, সুবলের ঢাকা কেবিন হয়ে
কথারা ফিরে এলো মোদি রাফাল আর নীল-সাদায়
আখরায় ফিরে এসে শেষ প্রহরে
অক্ষরে সাজাতে চাই তোমার অবিরল কথাদের
কথারা হারিয়ে যায় স্মৃতির কুয়াশায়....
রাঙা আকাশকে মুখরিত করে উড়ে যাচ্ছে পাখির দল
তারা ফিরে যেতে চায় খড়কুটোর সংসারে...
জয়দেবের মেলায় তোমার সঙ্গে হঠাৎ-দেখা
ভিড় থেকে, ভিড়ের ধূলোর অস্পষ্টতা ভেঙে
কীভাবে যেন আমরা মুখোমুখি, হঠাৎ!
মাঝখানে অনেকগুলো দিন
তুমি বলে উঠলে, 'ইশ্, কতদিন পর.. '
অস্ফুটে আমিও!
আমাদের দেখা হল মুখোমুখি, আচম্বিতে
কথা হলো, যেরকম কথা হয় দু'জনের মধ্যে
কলেজ ক্যান্টিন, সুবলের ঢাকা কেবিন হয়ে
কথারা ফিরে এলো মোদি রাফাল আর নীল-সাদায়
আখরায় ফিরে এসে শেষ প্রহরে
অক্ষরে সাজাতে চাই তোমার অবিরল কথাদের
কথারা হারিয়ে যায় স্মৃতির কুয়াশায়....
No comments:
Post a Comment