কবিতা - পল্লববরন পাল


কবিতা


ষাট-ষাট

পল্লববরন পাল



আমি ঊনষাটতলার টেরেস-ছাদ থেকে পড়তে পড়তে
তোমাকে দু’হাতে আঁকড়ে বেঁচে গিয়েছি কবিতা
মাটি থেকে ঠিক কতোটা উঁচুতে – মনে নেই
কিন্তু ঠিক আগের মুহূর্তে নিচে
আমার বাবা মা কাকা কাকি ঠাকুমা
অসংখ্য উৎকন্ঠিত দৃষ্টি আর আর্তনাদ
অর্থাৎ সেই হাট্টিমাটিম শৈশব

কত নম্বর তলা জানিনা
ঝুলবারান্দার চেয়ারে আমাকে বসিয়েছো
আমি তখনও ধুকপুক বুকে
দুটো বাতাসা আর পিতলের গ্লাসে জল
পাশের টেবিলে উপুড় শোয়া
সিগনেটের টুনটুনির বই – উলটে দেখি
কাস্তের জ্বর, জোলা খুব কাঁদছে
পড়তে পড়তে জোলা রাজত্ব পেতেই দেখি
ওমা, এ তো ষাটতলার বসার ঘর।

পাটভাঙা ধুতিপাঞ্জাবি শঙ্খ ঘোষ বসে আছেন সোফায়
আমার দিকে চোখ তুলে বললেন –

স্বাগত দ্বিতীয়জন্ম,
ও সৃষ্টি, পেরিয়ে এসো ভয়

No comments:

Post a Comment