কবিতা
একলামির পিয়ানিস্ট
অভিরূপ বন্দ্যোপাধ্যায়
শহরের সব গাছই একটি পিয়ানো
আর তার নিচে শুয়ে থাকা মানুষ
একজন পিয়ানিস্ট।
বাসের জানলায় বসে গন্তব্যের নামহীন বিকল্প খুঁজি, নামতেই পারি
কিন্তু যে কারণে সবাই নেমে যাচ্ছে আমার তেমন কেউ নেই।
ঠাণ্ডাঘর, খাবার, বালিশ, রাতপোশাক এইসব পরজীবী অভ্যেসের কাছে আমি নিছকই একঘেয়েমি একটা।
অনেকদিনপর খুব আপন লাগছে শহর।
বাসের পা-দানি থেকে পিচরাস্তা ছুঁতে চাইছে না শরীর। চাইছে পাশ ফিরে একা হতে।
অনেক অনেকদিন পর অনুভব করছি সমর্পণের অধিকার শুধু সোহাগেরই নয়,
নিঝুম রাস্তার আনাচেকানাচে অন্ধকার, পোস্টার, ভাতের হোটেল, চাদোকান, সারারাত খোলা সিগারেটের দোকান এইসবকিছুরও।
বিরিয়ানির দোকান, কাবাবের গন্ধ, মাংসের লাশ পেরিয়ে মসজিদের নামাজসুরের রেশ
কোনও এক বুড়োর বিখ্যাত বাজনার দোকান খুঁজে নেওয়ার মতো
একজন কথা বলার মানুষ খুঁজে বেড়াই অসময়ে, যখন হয়তো কোথাও আর জেগে থাকার সবুজ আলোরা নেই।
শহরের সব মনখারাপ রূপকথা হতে পারে যেখানে গাছের পিয়ানোয় বসে একলামির আমিরা
সবাই মুহূর্তের পিয়ানিস্ট।
No comments:
Post a Comment