কবিতা - সৌম্য ব্যানার্জী



কবিতা


ভালোমানুষের জামা
সৌম্য ব্যানার্জী


রংজ্বলা তার বুকপকেটের একটা কোণা ছেঁড়া
সেখান থেকে মারছে উঁকি ম্লানমুখী স্বপ্নেরা
অনেক বছর না গোটানো ছোপধরা আস্তিনে
সস্তা ঘড়ির দীর্ঘশ্বাস জমছে দিনে দিনে
একটা দু’টো মেদুর স্মৃতি বোতামগুলোর খাঁজে
মুখ লুকিয়ে থরথরিয়ে উঠছে মাঝে মাঝে
তোবড়া হ্যাঙার ছুটির দিনে আগলে রাখে তাকে
ধোওয়ার পরেও কোথায় যেন কান্না লেগে থাকে...

1 comment: