কবিতা - রূপালী গঙ্গোপাধ্যায়



কবিতা


ভয়

রূপালী গঙ্গোপাধ্যায়


পা ফেলতে ভয় করে
যেন
পা বাড়ালেই তক্ষুণি নীচের জমি সরে যাবে
অতঃপর
পতনশীল বস্তুর সূত্র ধরে নিরন্তর অধঃপতন
তাই জুতোর মধ্যে পা গুটিয়ে স্থির হয়ে বসে থাকি
যাতে
বাইরে থেকে কোনওরূপ বলপ্রয়োগ না করলে
চিরকাল এমন স্থির হয়েই রয়ে যেতে পারি...
তবে এসব কোনও নতুন কথা নয়
সবই সূত্র ধরে ধরে বলে গেছেন গ্যালেলিও আর নিউটন,
মেনে চলা না চলা
আপনারও হাতে নেই ধর্মাবতার!

কিন্তু আমার যে বাঁচতে ভীষণ ভয় করে
যেন বেঁচে থাকলেই
চালচিত্র জুড়ে ভাঙা স্বপ্ন, ভাঙা বিশ্বাস
আর ভাঙা উড়ালপুল ভীড় করে আসবে---
এসব কথা কেউ তো বলে রাখেনি আগে থেকে
কোনও জানাশোনা নেই তৈরী হয়ে থাকা নেই কিচ্ছু আমার হাতে নেই
তাহলে কোন সূত্র ধরে আমি রোজ রোজ ঘুম থেকে উঠব,
আমাকে বলে দিন হুজুর!

No comments:

Post a Comment