বইপোকার বইঘর - অনিন্দিতা মণ্ডল


বইপোকার বইঘর
অনিন্দিতা মণ্ডল


মির্জা গালিব 
লেখক সঞ্চারী সেন 
প্রকাশনা ঊর্বী 
মূল্য ১৭০ টাকা 
ঊর্বী প্রকাশনী আমাদের বেশ কিছু বিষয়ভিত্তিক বই পরিবেশন
করেছে। এই বইটিও এমনই একটি বই। লেখক উর্দু ভাষার অনুবাদে স্বনামধন্য। এই বইটিতে তিনি গালিবের জীবনী লিখেছেন। কিন্তু শুধু তো জীবনী নয়! উর্দু ভাষার শ্রেষ্ঠ কবির জীবনকাহিনী তো তাঁর রচনা ছাড়া অসম্পূর্ণ! তাই পাতায় পাতায় রয়েছে বিভিন্ন প্রসঙ্গে মির্জার লিখিত কবিতা। প্রসঙ্গের সঙ্গে যুগলবন্দী করে ছত্রে ছত্রে সাজানো স্তবক নিয়ে যায় গালিবের অন্তরের সেই সৃষ্টিশীল সত্ত্বার কাছে। আমাদের মাথা নেমে আসে শ্রদ্ধায় ভালোবাসায়। বইটির ভূমিকায় প্রখ্যাত কবি নীলাঞ্জন হাজরা লিখেছেন - আমার মির্জা। পড়তে পড়তে আমারও মনে হয়েছে - আমার মির্জা। 
ব্যক্তিগত জীবনে শোকেতাপে জর্জরিত হলেও তিনি কখনও সৃষ্টি থেকে সরে যাননি। 
মির্জা গালিব সম্বন্ধে গবেষণা ও আবেগ, দুটোই এই বইয়ের প্রতি পাতায় প্রকাশ পেয়েছে। 
এবারের বইঘরে পাঠকদের এই বইটি পড়ার আবেদন রাখলাম।

No comments:

Post a Comment