কবিতা - রূপালী গঙ্গোপাধ্যায়



কবিতা


গ্যালেলিও-কে লেখা চিঠি

রূপালী গঙ্গোপাধ্যায়



আপনাকেই বলছি মিস্টার গ্যালেলিও
বাড়াবাড়িটা আপনি না করলেও পারতেন
শেষ পর্যন্ত বলে দিলেই হতো যে সূর্যই পৃথিবীকে...আর সব সাজানো ঘটনা
তাতে বদলাতো না কিছুই, মানে ওই সূর্য আর পৃথিবীর বিষয়ে
কিন্তু আমরা তো জানতাম যে এভাবেও শুরু করা যায়...
আপনি কেন যে সেটা করলেন না!

আজ আমাদের শিরদাঁড়া বেয়ে অনন্ত পিঁপড়ের ওঠানামা
(পিঁপড়েরা সহজে দিক বদলায় না, জানেন তো!)
কান টানলে আমাদের মাথা এখন ঝুঁকে পড়ে,
সম্ভাবনায় স্নায়ু টনটন, শ্বাস বন্ধ হয়ে আসে, অথচ
আপনার একটু সাহায্য পেলে
আমরাও বিশ্বাস করে ফেলতাম যে
দরকার মতো সূর্য পশ্চিমেও উঠতে পারে
আর আমরাও নড়বড়ে মেরুদণ্ড নিয়ে
দিক বদলাতে বদলাতে দরকারমতো শীতঘুমে চলে যেতে পারি।।

1 comment: