সম্পাদকীয়



সম্পাদকীয়



কখনো সময় আসে, জীবন মুচকি হাসে
ঠিক যেন পড়ে পাওয়া চোদ্দ আনা...

না না, হিসাব মেলাতেও চাইছি না। একদম দোরগোড়ায় কলকাতা বইমেলা, ২০১৯। এটা ঠিক হিসাব মেলানোর সময় নয়। তবুও হিসাব রাখতেই হয়। এক বইমেলা থেকে আর এক বইমেলা... মাঝের দিনগুলোয় বিস্তর টানাটানি, হাঁকাহাঁকি, দর কষাকষি, মূল্যবিচার... মন দিয়ে নিজের কাজ করা ছাড়া প্রমাণ করার কিচ্ছুটি নেই।

ঋতবাক পাবলিকেশনের কথা বলছি। এই এক বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো, ঋতবাকের একটা বাংলাদেশ যোগাযোগ তৈরী হয়েছে সরাসরি। নিঃসন্দেহে, ভালো খবর। বেশ কিছু বাংলাদেশী কবি-সাহিত্যিকের বই প্রকাশ করা গেলো। সঙ্গে কানাডা - ইউ এস এ - মিডল ইস্টে স্থিতু হওয়া বাঙালি সাহিত্যানুরাগী সুহৃৎজনের উৎসাহে তৈরি হলো আরও কিছু বই... আমরাও উৎসাহী। সবচেয়ে বড়ো কথা, আমরা আশাবাদী, বেশ কিছু প্রথিতযশা সাহিত্যিকের খানকয়ের নির্মাণ নিয়ে। আক্ষরিক অর্থেই দিন গুণছি...সর্বোমোট ৭৫ এর কাছাকাছি টাইটেল নিয়ে, যার মধ্যে ৩২টাই আনকোরা। 

সব দেখাবো। বইমেলার ৩৩০ নম্বর স্টলে। আন্তরিক আমন্ত্রণ রইলো... পুরোনো-নতুন -সব বন্ধুদের। অপেক্ষায় থাকবো অধীর আগ্রহে...

অফুরন্ত উৎসাহ উদ্দীপনা ছুঁয়ে যাক আপনাকেও...

শুভেচ্ছা নিরন্তর...

No comments:

Post a Comment