কবিতা - ইমন সামন্ত



কবিতা


রামধনু
ইমন সামন্ত

তিনদিন সময় দিলাম
বলে, লোকটা চলে গেলো...
আমি প'ড়ে রইলাম আকাশ পাতাল

তিনদিনে কেমন ক'রে রামধনু আঁকবো?
তার কত রঙ চাই
বৃষ্টি চাই
আর সবচেয়ে বড়ো কথা
একটা আদিগন্ত আকাশ চাই

এই তিনদিনে
কে দেবে এত্তসব
একটা ছাপোষা কবিকে...
এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে
তোমার কাছে এলাম।

এখন, তুমি আমার সমস্ত আদর শুষে
একটু একটু ক'রে হ'য়ে ওঠো রামধনু

#

রামধনু আনবো ব'লে
সেই যে লোকটা গেলো
তারপর এককুড়ি যৌবন বসন্ত
একটু একটু ক'রে পেরিয়ে গেলো

অথচ
তিনদিন
ব'লে গেছিলো...

ক'আকাশ রামধনু হবে তুমি ?

#
তোমার সমস্ত আদর শুষে নিতে নিতে
আমি যখন একটু একটু ক‍'রে রামধনু হচ্ছিলাম
আমার পাহাড় উপত্যকার জলোচ্ছ্বাস তুমি দিচ্ছিলে ছড়িয়ে
আমাদের গহীনে জন্ম নিচ্ছিলো অনেক সূর্য্য
কুর্ণিশ ক'রে সব ছায়াপথেরা গড়ছিলো আকাশ...

এককুড়ি যৌবন বসন্ত পেরিয়ে গেলো
রামধনু আনতে ব'লে যাওয়া সেই লোকটা
ঠিকানা রেখে গেছে তো?

No comments:

Post a Comment