কবিতা
জলছবি
অনির্বাণ মজুমদার
শিবের মাথায় জল পড়ার মতো বৃষ্টি
সারাটা সন্ধ্যেকে একটু একটু করে
অবশ করে দিচ্ছে
স্টিয়ারিং হাতে ঠুঁটো জগন্নাথ
গাবলু ফিরছে বি-স্কুল থেকে
আর কীই বা আশা করো তুমি
মিঃ গন্ধর্ব
এই ভোকাট্টা জীবন থেকে?
তুমিও তো ত্রস্ত পায়ে ঢুকে পড়ছো
একের পর এক বৃষ্টিদাগওয়ালা বাড়িগুলোর ভিতর।
অসাধারণ!
ReplyDeleteখুব সুন্দর।wish u all the very best...
ReplyDelete