ভুলে যাই
পৃথ্বীশ মাইতি
ভুলে যাই
সব ভুলে যাই।
কত কথা, কত ব্যথা,
ঘটনার ঘনঘটা,
পায়ে বেঁধা কত কাঁটা,
কত মন পোড়া ছাই,
ভুলে যাই,
সব ভুলে যাই।
কত শোক, কত দুঃখ,
হিংসা দ্বেষ্ বিষবৃক্ষ,
অন্যায়ের কৃষ্ণ পক্ষ,
সকাল হলেই নাই।
ভুলে যাই,
সব ভুলে যাই।
কেউ যদি পড়ে, শোনে,
ধর্ম প্রমাদ গোনে।
কত আছে কে বা জানে,
'মালালা ইউসুফজাই'।
ভুলে যাই,
সব ভুলে যাই।
কেউ বা কাফের ধরে,
জান মান নিল কেড়ে।
কত হারানোর ভীড়ে
'নাদিয়া মুরাদ' পাই।
ভুলে যাই,
সব ভুলে যাই।
ফ্রীজে রাখা মাংস দেখে,
বাছুরেরা ওঠে ডেকে।
'মহম্মদ আখলাকে'
সবক্ শেখায় তাই।
ভুলে যাই,
সব ভুলে যাই।
মাংসলোভী নারীভুক্,
ফুলিয়ে বেড়ায় বুক।
বিচারের দাবী মুক্।
'নির্ভয়া' দেখে তাই।
ভুলে যাই,
সব ভুলে যাই।
যুদ্ধ নিচ্ছে কেড়ে
ঘর নামে ছায়াটিরে।
মরুসাগরের তীরে
'আলান' ঘুমায় তাই।
ভুলে যাই,
সব ভুলে যাই।
ক্ষুধার্ত জঠর আর
দেহ কংকালসার।
শকুনেরা বার বার
লুগ্ধ চোখে দেখে তাই।
ভুলে যাই,
সব ভুলে যাই।
খবরে যখন জানি
ব্যথাতুর বিবরনী,
মনের আয়নাখানি
ঝাপসা দেখায় তাই।
ভুলে যাই,
সব ভুলে যাই।
কত ক্ষুব্ধ কথকতা,
প্রতিবাদ মুখরতা,
রক্ত ঝরানো কথা,
মিলায় যে কদিনেই।
ভুলে যাই,
সব ভুলে যাই।
ঝড়ে যবে ডাল ভাঙে,
আমাদেরও মন জাগে।
কদিনের মাতামাতি,
প্রতিবাদ ইতি উতি,
তারপরে সব ইতি,
নিজ ডালে ফিরে যাই।
ভুলে যাই,
সব ভুলে যাই।
No comments:
Post a Comment